আদালতে হাজির করা হলো দেলাওয়ার হোসাইন সাঈদীকে

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ১২:০৫ অপরাহ্ণ

আদালতে হাজির করা হলো দেলাওয়ার হোসাইন সাঈদীকে
apps

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে গাজিপুরের কশিমপুর কারাগার থেকে অর্থ আত্মসাত মামলায় চার্জ শুনানির জন্য আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করে পুলিশ।

ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে অর্থ আত্মসাতের মামলার চার্জ শুনানির জন্য ধার্য রয়েছে।

অর্থ আত্মসাতের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আরো ৬ জন আসামি। অপর ৫ আসামি হলেন, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

উক্ত মামলার আসামিদের মধ্যে একমাত্র দেলোয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আব্দুল হক এবং আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন। বাকি তিন আসামী জামিনে আছেন।

প্রসঙ্গত, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের আদেশ নিয়ে কারাগারে আছেন।

Development by: webnewsdesign.com