আতশবাজি ফোটাতে গিয়ে গুরুতর আহত ফুটবলার

শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | ১:২২ অপরাহ্ণ

আতশবাজি ফোটাতে গিয়ে গুরুতর আহত ফুটবলার
apps

বর্ণিল আতশবাজি, ফটকা আর ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় বিশ্ববাসী। কিন্তু এমন উৎসবে হঠাৎ বাদ সাধে অপ্রত্যাশিত কিছু দুর্ঘটনা। বর্ষবরণ করতে গিয়ে এবার দুর্ঘটনার শিকার হয়েছেন নরওয়ের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি।

তুরস্কে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। চিকিৎসাধীন আছেন আঙ্কারার একটি হাসপাতালে। চিকিৎসক জানান, তার দুই চোখেই আঘাত লেগেছে।

ইস্তাম্বুলে নতুন বছরের শুরুতে নিজের বাড়িতে আতশবাজি ফোটাতে গিয়ে হঠাৎ তার হাতে আগুন লেগে যায় তার। পরে তার চোখ ও মুখে আগুনের ঝটকা লেগেছে।

ওমর নরওয়ে জাতীয় দলের ফুটবলার। একসময় ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুখ ও হাত দগ্ধ হলেও সেটি গুরুতর নয়। তবে তার চোখে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Development by: webnewsdesign.com