মঙ্গলবার ব্যাংক খাতের শেয়ার দরে ব্যাপক উত্থান হলেও আজ বুধবার দেখা যাচ্ছে উল্টো ধারা। আজ সবচেয়ে বেশি দরে কেনাবেচা হচ্ছে বীমা খাতের শেয়ার। তবে দর বাড়লেও টাকার অঙ্কে বীমা শেয়ার কেনাবেচার পরিমাণ কম।
সকাল ১০টায় মঙ্গলবারের থেকেও দর বেড়ে দিনের লেনদেন শুরু হলেও অল্প সময়েই শেয়ার বিক্রির চাপে দর হারাতে থাকে অধিকাংশ ব্যাংকের শেয়ার। অবশ্য দর হারানোর হার তুলনামূলক কম। তাছাড়া দর হারালেও আজও ব্যাংক খাতের শেয়ারই বেশি কেনাবেচা হচ্ছে।
এদিকে গতকালের মতো আজও আর্থিক প্রতিষ্ঠান খাতে দর বৃদ্ধির ধারা অব্যাহত আছে। মঙ্গলবারও এ খাতের সব শেয়ারের দর বেড়েছিল। দুপুর ১২টায় লেনদেনের প্রথম দুই ঘণ্টা শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১৯৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর বেড়ে কেনাবেচা হতে দেখা যায়। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা যায় ১১৯টিকে। দর অপরিবর্তিত অবস্থায় ছিল ৪৭ শেয়ার।
প্রধান সূচক ডিএসইএক্স প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে। এ সময় মাত্র ০.২৬ পয়েন্ট বেড়ে ৭০৫৬.৩১ পয়েন্টে অবস্থা করছিল। লেনদেনের প্রথম দুই ঘণ্টা শেষে এ বাজারে ৬৭১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। দুপুর ১২টায় তালিকাভুক্ত ৩২ ব্যাংক কোম্পানির মধ্যে ২২টি দর হারিয়ে কেনাবেচা হতে দেখা যায়। এ সময় দর বেড়ে কেনাবেচা হচ্ছিল ৭টি এবং অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হতে দেখা যায় ৩টিকে।
তবে দর হারালেও লেনদেন সবার থেকে এগিয়ে ব্যাংক খাত। লেনদেনের প্রথম দুই ঘণ্টা শেষে যেখানে ডিএসইতে ৬৭১ কোটি টাকার শেয়ার কেনাবেচার মধ্যে ব্যাংক খাতের কেনাবেচা হওয়া শেয়ারের বাজার মূল্য ছিল ২১১ কোটি টাকা যা মোট লেনদেনের ৩০ শতাংশ। অন্যদিকে দুপুর ১২টা পর্যন্ত দরবৃদ্ধির শীর্ষে থাকা বীমা খাতের ৫২ কোম্পানির ৫১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।
দরবৃদ্ধির ধারা বজায় রেখেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার। মঙ্গলবার এ খাতের লেনদেন হওয়া ২২ কোম্পানির সবগুলোর শেয়ারদর বেড়েছিল। বুধবার দুপুর ১২টায় ১৫টি দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। বাকি সাত কোম্পানির মধ্যে ২টি দর হারিয়ে এবং পাঁচটির দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হতে দেখা গেছে।
বীমা খাতের ৫২ কোম্পানির মধ্যে ৩২টি বেড়ে কেনাবেচা হতে দেখা যায়। মিউচুয়াল ফান্ডগুলোর বেশিরভাগ দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। মার্জিন নীতি সংশোধনের আনুষ্ঠানিক ঘোষণার পরদিন গতকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শেয়ারদরে বড় উত্থান হয়েছিল। খাতটির সব শেয়ারের সার্বিক দর ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছিল ১১৫ পয়েন্ট। এ বৃদ্ধিতে ব্যাংক খাতের অবদান ছিল ৭৮ পয়েন্ট। খাতওয়ারি সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের। এ খাতটি গতকাল সূচকে যোগ করেছিল ১২ পয়েন্ট।
Development by: webnewsdesign.com