আজকের শিশুরা আগামীতে সমাজ পরিচালনায় নেতৃত্ব দিবে: খলিলুর রহমান সিরাজী।

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ৬:৫৬ অপরাহ্ণ

আজকের শিশুরা আগামীতে সমাজ পরিচালনায় নেতৃত্ব দিবে: খলিলুর রহমান সিরাজী।
আজকের শিশুরা আগামীতে সমাজ পরিচালনায় নেতৃত্ব দিবে; খলিলুর রহমান সিরাজী।
apps
আজকের শিশুরা আগামীতে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ সমাজ বির্নিমাণে ভূমিকা রাখবে।তাই তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতীর উন্নয়ন সম্ভব না। তাই কোমল মতি শিশুদেরসুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো দায়িত্ববান হতে হবে।
” প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী উল্লেখ করেন।৬ ডিসেম্বর  উপজেলার চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, মা সমাবেশ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা   অনুষ্ঠানে এ সব কথা বলেন।
তিনি বর্তমান শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করে গড়ে তোলার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ বাদশা তালুকদার,চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মুন্সি।
স্বাগতিক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল আমিন। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এ উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল পাশা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবুু সায়েম তালুকদার, ভয়েস অফ কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন,অবসর প্রাপ্ত প্রধানশিক্ষক নজরুল ইসলাম  সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও এলাকার গনমাণ্যব্যক্তিবর্গ। পরে অতিথি বৃন্দ জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সন্মানা স্মারক তুলে দেন। তারা হলেন গাজী আলতাফ হোসেন, গাজী শফিকুল ইসলাম।

Development by: webnewsdesign.com