আগুনে পোড়া প্রতিষ্ঠান দাড় করানোর চেষ্টায় পলাশবাড়ীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়িগণ

শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ৫:২১ অপরাহ্ণ

আগুনে পোড়া প্রতিষ্ঠান দাড় করানোর চেষ্টায় পলাশবাড়ীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়িগণ
আগুনে পোড়া প্রতিষ্ঠান দাড় করানোর চেষ্টায় পলাশবাড়ীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়িগণ
apps

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের আগুনে পুড়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পথে বসেছে প্রতিষ্ঠিত ৪ ব্যবসায়ি। গত ১৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় বিদু্ৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে এসব বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানের শোরুম ও গুদাম ঘরে থাকা মালামাল আগুনে পুড়ে ভুষিভুত হয়। পলাশবাড়ী ও গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এর দুটি ইউনিট আগুনে নিয়ন্ত্রন করলেও ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালামাল পুড়ে যায় ও আগুন নেভাতে ব্যবহৃত পানির ছোটায় মালামাল গুলো অকেজো হয়ে যায় ।

এতে ৪ টি প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রতিষ্ঠান গুলো হলো পৌর এলাকার উদয় সাগর গ্রামের মিজানুর রহমান মিজু পরিচালনায় হোম টেক্স ফ্যাশন হাউজ এ প্রতিষ্ঠানটির প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তার আপন বড় ভাইয়ের আসাদুজ্জামান রাখু পরিচালনায় সরকার টাচ এন্ড টেক – ডোর পয়েন্ট এর প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়াও রোপম সরকারের কাপড়ের গুদামে ৩ লাখ ও রাজা মৌলভীর পরিচালনায় মেসার্স সাইদ এন্টারপ্রাইজের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে যায়। প্রতিষ্ঠান গুলোর ডেকোরেশন বাবদ ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা।

পৌর শহরের প্রতিষ্ঠিত ৪ ব্যবসায়ির আগুনে অপূরনীয় ক্ষতিতে আবারো ব্যবসা প্রতিষ্ঠান গুলো দাড় করাতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। নিজের পূজি,ধার দেনার অর্থ এবং বিভিন্ন কোম্পানির বকেয়া অর্থের মালামাল আগুনে নষ্ট হওয়ায় পূর্নরায় প্রতিষ্ঠান গুলো গড়ে তোলা যেন তাদের মরার উপর খড়ার ঘা হয়ে দাড়িয়েছে। কিন্ত শত কষ্টেও প্রতিষ্ঠান গুলো দাড় করানো টেষ্টা করছেন এ ব্যবসায়িগণ।

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পর হতে এ পর্যন্ত সপ্তাহ পেড়িয়ে গেলেও আজও সরকারি বেসরকারি ভাবে কোন সহায়তা পায়নি ভুক্তভোগী ব্যবসায়িগণ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িগণ বলেন, আমাদের পথে নামিয়ে দিয়েছে আগুন , আল্লাহ মহান তিনি উত্তম সিদ্ধান্ত নিয়ে থাকেন । তারা আরো বলেন , আমাদের এ ক্ষতি অপূরনীয় । প্রতিষ্ঠানের দোকান ও গুদাম, ডেকোরেশন ও মালামাল সব শেষ আগুনে।

Development by: webnewsdesign.com