আগামী বছরই অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বন্ধ: বিটিআরসি

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ | ১০:২৯ পূর্বাহ্ণ

আগামী বছরই অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বন্ধ: বিটিআরসি
apps

২০২১ সাল থেকেই অবৈধ হ্যান্ডসেটের সংযোগ মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করবে বিটিআরসি। এতে করে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনের আমদানি, বিক্রয় ও ব্যবহার বন্ধ হবে বলে আশা টেলিকম নিয়ন্ত্রক সংস্থার। সেই সঙ্গে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি বন্ধ হবে বলছে হ্যান্ডসেট উৎপাদন ও আমদানিকারক সমিতি। বিএমপিআই’র হিসেব অনুযায়ী দেশে অবৈধ হ্যান্ডসেটের সংখ্যা প্রায় ৩ কোটি।

বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন জানান, অন্য দ্রব্যের সঙ্গে অবৈধভাবে আসছে এসব মোবাইল। দেশে মোবাইল ফোনের বাজার প্রায় ৭ হাজার কোটি টাকার এরমধ্যে ২ হাজার কোটি টাকার হ্যান্ডসেট আসছে শুল্ক ছাড়াই। আগামী বছর থেকেই অবৈধভাবে আমদানি করা এসব হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার।

২০১২ সালে উদ্যোগ নেয়ার প্রায় ৮ বছর পর এই প্রযুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, অবৈধভাবে এসব হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করা গেলে তখন বৈধভাবেই আসবে। এজন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। অবৈধ ফোন কিনে মেমোরি ও চার্জিংসহ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীকেও। তবে বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে আনা হ্যান্ডসেটগুলো চালু রাখার সুযোগ দিতে পারে বিটিআরসি।

বিটিআরসিস আরও জানিয়েছে, এই প্রক্রিয়া শুরু হলে অবৈধ হ্যান্ডসেটে প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পরে কোনো সিমই আর কাজ করবে না।

Development by: webnewsdesign.com