ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ‘আইলো’ রোগে খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত করোনায় আক্রান্ত বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানসহ দলের সব নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ‘সরকার নিজেদেরকে গণতান্ত্রিক সরকার দাবি করলেও তারা তো নির্বাচিত সরকার নয়, বিনা ভোটের সরকার। এই কারণে তারা জনবিচ্ছিন্ন। যেহেতু তারা জানে জনগণ তাদের সাথে নাই সেজন্য তারা জনগণের সমাবেশ দেখলেই ভয় পায়; এই বুঝি আইলো। আইলো রোগে খাইছে আওয়ামী লীগকে। সেই কারণেই জনগণের ওপর এত অত্যাচার নির্যাতন। এটা বেশিদিন চলতে পারে না, চলবেও না।’
সালাম বলেন, ‘কোনোভাবেই মানুষ যাতে কথা বলতে না পারে, মানুষ যাতে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে না পারে, সেজন্য অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা কোনো সামরিক সরকারের অধীনে আছি কি না, আমরা জানি না।’
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে। সেজন্য আমাদের প্রতিটি সংগঠনকে প্রস্তুত করতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমার সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেসারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com