অস্ট্রেলিয়ান ওপেন থেকে ফেদেরারের বিদায়ে

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৭:৩৩ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ফেদেরারের বিদায়ে
apps

এবারের অস্ট্রেলিয়ান ওপেন যেন তারকা পতনের মঞ্চ। সেরেনা উইলিয়ামস ছিটকে গেছেন, রাফায়েল নাদালও বিদায় নিয়েছেন। এবার রজার ফেদেরারও হেরে গেলেন। রড লেভার এরিনায় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ফেদেরার ও নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৩-এ ফেদেরারকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন।

 

 

 

যদিও ম্যাচের শুরুটা ভালোই করেছিলেন ফেদেরার। বিপরীতে নোভাক জকোভিচকে নার্ভাস দেখাচ্ছিল। একসময়ে প্রথম সেটে ফেদেরার ৪-১ এগিয়েও গিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি ছন্দ হারিয়ে ফেলেন। এই সুযোগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জোকোভিচ। তার প্রত্যাবর্তনের পর ফেদেরার ধীরে ধীরে হারিয়ে যান ম্যাচ থেকে। ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ফেদেরার আন ফোর্স এরর করেছেন ৩৫টি।

 

 

 

ফেদেরার হেরে যাওয়ার পরে তার ক্যারিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে নিজের প্রিয় গ্র্যান্ড স্লামে অষ্টম শিরোপা জয়ের আশায় ফাইনালে নামবেন জোকোভিচ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন থিম ও জভেরেভ। খেলা শেষে গতবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ বলেন, ‘রজারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আজ সে তার সেরা ফর্মের ধারেকাছেও ছিল না।’

Development by: webnewsdesign.com