অন্তঃস্বত্তা গৃহবধূকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, পুলিশ সদস্য আটক

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ১১:১৫ পূর্বাহ্ণ

অন্তঃস্বত্তা গৃহবধূকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, পুলিশ সদস্য আটক
apps

বাগেরহাটের শরণখোলায় জ্যোৎসনা বেগম নামের এক অন্তঃস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর জবাই করে লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিহত জ্যোৎসনার মরদেহ উদ্ধার এবং স্বামী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মফিজুর রহমান।

নিহত জ্যোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। ওই নারীর আগে একবার বিয়ে হয়েছিল। সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। পুলিশ কনস্টেবল সাদ্দাম শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফারিতে কর্মরত ছিলেন। তিনি ফাঁড়ির এলাকার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। লাশের পরিচয় নিশ্চিহ্ন করার জন্য টুকরো করার পর গর্ভের সন্তানকে বের করে লাশটি পুলিশের ব্যবহৃত একটি জিও (প্লাস্টিক) ব্যাগে ভরে ফেলে দেয় সাদ্দাম। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

Development by: webnewsdesign.com