অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল কাজ করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ

অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল কাজ করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী
apps

বাংলাদেশে অনুমোদন ছাড়া হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলো কাজ করতে পারবে না। বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০টি ভেন্টিলেটর প্রদান করে যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’ বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার।

তিনি বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এরইমধ্যেই সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এক সাথে কাজ করছে।”

Development by: webnewsdesign.com