অনাকাঙ্ক্ষিত সামাজিক আচরণ শনাক্ত করতে সক্ষম একটি রোবট মোতায়েন করতে যাচ্ছে সিঙ্গাপুর। রবিবার থেকে দেশটির টোয়া পাইয়ো সেন্ট্রাল পার্কে তিন সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে এটি মোতায়েন করা হচ্ছে।
জেভিয়ার নামের এই রোবটটি জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সহায়তা করবে। সিঙ্গাপুরের হোম টিম সাইন্স অ্যান্ড টেকনোলোজি এজেন্সি (এইচটিএক্স) এবং এজেন্সি ফর সাইন্স, টেকনোলোজি অ্যান্ড রিসার্চ (এ স্টার) যৌথভাবে রোবটটির নকশা করেছে।
রোবটটি ভিড়ের মধ্যে যেসব জিনিস শনাক্ত করতে পারবে সেগুলো হলো, নিষিদ্ধ এলাকায় ধূমপান, অবৈধ ফেরিওয়ালা, ঠিকভাবে পার্কিং না করা বাইসাইকেল, ফুটপাতে মোটরসাইকেল চলাচল। এই ধরনের কাজ শনাক্ত করে জেভিয়ার সঙ্গে সঙ্গে এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সতর্ক সংকেত পাঠাতে পারবে। এছাড়া এসব কাজে জড়িত মানুষকে সতর্ক করে বার্তাও দেখাবে রোবটটি।
এই রোবটের মাধ্যমে প্রয়োজনীয় শ্রমশক্তি কমিয়ে আনতে চায় সিঙ্গাপুরের কর্তৃপক্ষ। একই সঙ্গে দক্ষতা বাড়ানোও তাদের উদ্দেশ্য। বিভিন্ন ধরনের সেন্সরের পাশাপাশি নিরাপত্তা ফিচারও রয়েছে জেভিয়ারের। এটি নিজে নিজে চলাচলে সক্ষম। পথচারী কিংবা যানবাহনের মতো বাধাও এড়িয়ে চলতেও সক্ষম রোবটটি।
জেভিয়ারে এমন ক্যামেরা লাগানো রয়েছে যাতে নিয়ন্ত্রণকারী রোবটটির অবস্থান ৩৬০ ডিগ্রি কোনে দেখতে পারবেন। এছাড়াও রোবটটি ডিম লাইট এবং অন্ধকারেও ছবি এবং ভিডিও ধারণে সক্ষম।
Development by: webnewsdesign.com