‘অতিরিক্ত ফি’ নিলেই ব্যবস্থা, হুঁশিয়ারী শিক্ষামন্ত্রী দীপু মনি

বুধবার, ১১ মে ২০২২ | ৩:০৬ অপরাহ্ণ

‘অতিরিক্ত ফি’ নিলেই ব্যবস্থা, হুঁশিয়ারী শিক্ষামন্ত্রী দীপু মনি
apps

সরকার নির্ধারিত ফি’র থেকে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে ‘অতিরিক্ত ফি’ আদায় করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) রিভিউ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে তিনি এই হুঁশিয়ারী দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফি এর বাইরে কেউ যদি অতিরিক্ত চার্জ করে, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ যদি অভিযোগ করেন তাহলে আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
এসময় আসন্ন নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দেশ পরিচালনায় দায়িত্বে কোনো দিন আসিনি, আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়ই।’

Development by: webnewsdesign.com