অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শনিবার, ২৮ মে ২০২২ | ৭:২৩ অপরাহ্ণ

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
apps

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস করানোর দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহীর মির্জা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৮ মে) তেরোখাদিয়া স্টেডিয়াম মোড়ে কলেজের সামনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। এতে বিএসসি ইন নার্সিংয়ের চারটি ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য কলেজে ফরম পূরণের ফি সর্বোচ্চ আড়াই হাজার টাকা। কিন্তু তাদের কলেজে ফি পাঁচ হাজার টাকা। নিয়ম-নীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জিম্মি করে ফি আদায় করছে। এ ছাড়া নিজস্ব হাসপাতাল না থাকায় তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করা হয় না। এতে তারা প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্য আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

এ বিষয়ে মির্জা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ফারুক বলেন, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করেন। মূলত ক্লিনিক্যাল প্র্যাকটিস করানো যাচ্ছে না বলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এটা দ্রুত করতে আমরা চেষ্টা করছি।

Development by: webnewsdesign.com