ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় বরগুনার পোটকাখালী গণকবরে ২৩টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে স্বজনদের নমুনা সংগ্রহ করা শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গনে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের নমুনা সংগ্রহ করে। নমুনা সংগ্রহের জন্য ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীর নেতৃত্বাধীন একটি মেডিক্যাল টিম কাজ করে।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত, নিখোঁজ ও যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানতে জেলা প্রশাসন কন্ট্রোল রুম নম্বর চালু করে। আরো বলেন, ইতোমধ্যে আমরা বেশ কিছু স্বজনদের তালিকা তৈরি করেছি।
এর আগে রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়।
Development by: webnewsdesign.com