৭ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ১২:১৬ অপরাহ্ণ

৭ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু
apps

সারা দেশে আগামীকাল ৭ই ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এজন্য জেলা থেকে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পৌঁছানো হয়েছে। ভ্যাকসিন নিতে গতকাল বিকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত নিবন্ধন করেছেন ২ লাখ ৬০ হাজার ৪৩৬ জন। টিকা নিতে আগ্রহীদের ধীরগতিতে নিবন্ধনের কারণে দেশব্যাপী টিকাদান কর্মসূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী এখন প্রথম মাসে ৩৫ লাখ ডোজ টিকা দেয়া হবে। এর আগে ৬০ লাখ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা ছিল। এখন দ্বিতীয় ডোজ এক মাস পরে দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যা আগে দুই মাস পরে দেয়ার কথা ছিল।

রাজধানীতে ৪৩টি হাসপাতালে ৩৫৪টি বুথে টিকা কার্যক্রম চলবে। সকাল ৮টায় বুথগুলো খুললেও প্রস্তুতি নিয়ে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। সারা দেশে ভ্যাকসিনেশনের সেন্টার হচ্ছে- উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, জেলা সদর হাসপাতাল, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, পুলিশ-বিজিবি হাসপাতাল ও সিএমএইচ, বক্ষব্যাধি হাসপাতালে টিকা দেয়া হবে। টিকা দেয়ার জন্য ৭ হাজার ৩৪৪টি দল তৈরি করা হয়েছে। একটি দলে ৬ জন সদস্য থাকবে। এর মধ্যে দু’জন টিকাদানকারী (নার্স, স্যাকমো, পরিবারকল্যাণ সহকারী) ও ৪ জন স্বেচ্ছাসেবক থাকবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, কতোজন ভ্যাকসিন নেবেন, সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। কারণ, টিকাদান কর্মসূচির প্রথম মাসে অনলাইনে রেজিস্ট্রেশনে তেমন প্রতিক্রিয়া না পাওয়ায় সরকার ৬০ লাখের পরিবর্তে ৩৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বছরব্যাপী যতো ভ্যাকসিন পাবো, সবই দেশের মানুষকে দিতে থাকবো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, শুরুতে প্রথম মাসে ৬০ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হলেও টিকা সরবরাহের আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে তা কমিয়ে ফেব্রুয়ারিতে ৩৫ লাখ মানুষকে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। কোনো কারণে সরবরাহে সমস্যা হলে এটা দিয়ে আমরা সমাধান করবো। আমাদের হাতে যে টিকা আছে তার অর্ধেক প্রথম মাসে দেবো। বাকিটা দ্বিতীয় মাসে। এর মধ্যে টিকার অন্য চালান আসলে কর্মসূচি চালিয়ে যাবো।

দেশে ভারত সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া ২০ লাখ ডোজ টিকা আসে ২১শে জানুয়ারি। এরপর ২৫শে জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান দেশে আসে। চুক্তি অনুযায়ী মাসে কেনা ৫০ লাখ টিকা আসার কথা রয়েছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ যে টিকা পাবে, তার প্রথম চালান আগামী এপ্রিল-মে মাসের মধ্যে পৌঁছাতে পারে। জনসংখ্যার ২০ শতাংশ হিসাবে কোভেক্স থেকে প্রায় ৭ কোটি ডোজ টিকা পাওয়া যাবে। সংস্থাটি থেকে প্রথম ধাপে আসবে ১ কোটি ২৮ লাখ ডোজ। স্বাস্থ্য বিভাগ বলছে, দেশে ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকা দেয়ার টার্গেট রয়েছে।

গত ২৭শে জানুয়ারি দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে সবার আগে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এরপর ওইদিন বিভিন্ন শ্রেণী পেশার ২৬ জন টিকা নেন।

Development by: webnewsdesign.com