৬ দিন পর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন, যা বলছে জরিপ

বুধবার, ০৬ এপ্রিল ২০২২ | ৩:০৮ অপরাহ্ণ

৬ দিন পর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন, যা বলছে জরিপ
apps

আগামী ১০ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে ম্যাক্রোঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরিন লা পেন। আগামী রবিবার (১০ এপ্রিল) প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফ্রান্সের লা মন্ডে সংবাদপত্রে এক জরিপে দেখা গেছে, প্রথম দফার নির্বাচনে ম্যাক্রোঁ ২৬.৫ শতাংশ ভোট পেয়ে লা পেনের থেকে এগিয়ে থাকবেন। লা পেন পেতে পারেন ২১.৫ শতাংশ ভোট।

এর আগে এক জরিপে দেখা গিয়েছিল, ম্যাক্রোঁ ২৮ শতাংশ এবং লা পেন ১৭.৫ শতাংশ ভোট পাবেন। অন্যদিকে আগামী ২৪ এপ্রিলের দ্বিতীয় দফার নির্বাচনী জরিপে লা পেনকে দ্বিতীয় স্থানে দেখানো হয়েছে। সেখানে ম্যাক্রোঁর সঙ্গে তার ভোটের ব্যবধান মাত্র ৮ শতাংশ (ম্যাক্রোঁ ৫৪ শতাংশ, লে পেন ৪৬ শতাংশ)।

বলা হয়েছে, দ্বিতীয় দফায় ম্যাক্রোঁর সঙ্গে লা পেনের ব্যবধান কমছে। ২০১৭ সালের নির্বাচনেও লা পেন অল্প ব্যবধানে হেরেছিলেন। এবার সেই ব্যবধান আরও কমছে বলে জরিপে উঠে এসেছে।

Development by: webnewsdesign.com