৫ আগস্ট রাজপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ৫:০৬ অপরাহ্ণ

৫ আগস্ট রাজপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
apps

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা থেকে ৫ আগস্ট হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল। ৫ আগস্ট সেগুলো হারিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রটি মহানগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির। এর লাইসেন্স নম্বর-২০২৮। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

Development by: webnewsdesign.com