করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে ৭০ শতাংশ পৌরসভায় দীর্ঘদিন ধরে চলে আসা আর্থিক সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।
করোনাকালীন এখন সব ধরনের রাজস্ব আদায় বন্ধ থাকায় শতভাগ বেতন-ভাতা প্রদানে সরকারের কাছে ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
রোববার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
দেশের ৩২৯টি পৌর সভার বর্তমানে প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জনপ্রতিনিধিসহ তাদের মাসিক বেতন-ভাতা আসে প্রায় ৭৫ কোটি টাকা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিজস্ব আয় থেকে পরিশোধ করার নিয়ম থাকলেও অধিকাংশ পৌরসভার রাজস্ব আয়ের ক্ষেত্র না থাকায় এবং রাজনৈতিক কারণে অযোগ্য জনপদকে পৌরসভায় রূপান্তরিত করায় কাক্সিক্ষত সেবা দেওয়ার পরে পর্যাপ্ত অর্থ না থাকার ফলে বেতন-ভাতা পরিশোধ করতে পারে না পৌর কর্তৃপক্ষ।
এ ব্যাপারে তারা সরকারের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
Development by: webnewsdesign.com