৫শ’ কোটি ছাড়িয়ে যাওয়া ‘ট্রিপল আর’ আগামী ১৩ই অক্টোবর মুক্তি অপেক্ষায়

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৩৭ অপরাহ্ণ

৫শ’ কোটি ছাড়িয়ে যাওয়া ‘ট্রিপল আর’ আগামী ১৩ই অক্টোবর মুক্তি অপেক্ষায়
RRR
apps

রাজামেৌলি পরিচালিত ‌’বাহুবলি’ ও ‘বাহুবলি টু’ সিনেমাকে ধরা হয় বলিউডের এ যাবত কালের সবচেয়ে বড় বাজেটের ছবিগুলোর অন্যতম। ছবি দুটির ব্যবসায়িক সাফল্যও চমকে যাওয়ার মতো। আয়ের দিক থেকে একের পর এক রেকর্ড ভাঙে ছবি দুটি।

একই নির্মাতা এবার বানাচ্ছেন নতুন ছবি ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ সিনেমা। ধারণা করা হচ্ছে ছবিটি বাহুবালি দুই কিস্তির রেকর্ড ছাড়িয়ে যাবে। তেলেগু সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটির জন্য ইতোমধ্যে দর্শক আকাঙ্খা তৈরি হয়েছে। ছবিটি যে বাহুবলির রেকর্ড ভাঙছে তা সম্প্রতি খবর প্রকাশ করেছ ভারতীয় গণমাধ্যম পিংভিলা

একটি সূত্রের বরাতে পিংকভিলা ডটকমে জানায় ‘দক্ষিণের বিভিন্ন বক্স অফিস থেকে সিনেমার স্বত্বের জন্য পরিবেশকদের কাছে থেকে ৩৪৮ কোটি রুপির প্রস্তাব পেয়েছে ‘ট্রিপল আর’ টিম। তেলেগু সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি হতে যাচ্ছে এটি। মুক্তির আগে ব্যবসার দিক থেকে এটি ‘বাহুবলি টু’ সিনেমার চেয়ে এগিয়ে। দক্ষিণের অঞ্চলগুলোতে বাহুবলি টু আয় করেছিল ২১৫ কোটি রুপি।’

পিংকভিলা আরও জানায়, দক্ষিণের বিভিন্ন বক্স অফিসে ‘ট্রিপল আর’ সিনেমার স্বত্ব বিক্রি হয়েছে: অন্ধ্রপ্রদেশ ১৬৫ কোটি রুপি, নিজাম ৭৫ কোটি রুপি, তামিলনাড়ু ৪৮ কোটি রুপি, কর্ণাটক ৪৫ কোটি রুপি, কেরালা ১৫ কোটি রুপি। সবমিলিয়ে ৩৪৮ কোটি রুপি।

৪০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‌’ত্রিপল আর’। মুক্তি পাবে আগামী ১৩ অক্টোবর। জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বলিউডের অজয় দেবগন ও আলিয়া ভাট। সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব নিয়েছে এএ ফিল্মস। জানা গেছে, ১০০ কোটি রুপিতে এই স্বত্ব বিক্রি হয়েছে। সবমিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির স্বত্ব বিক্রি বাবদ নির্মাতাদের আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন।

 

Development by: webnewsdesign.com