তাহিরপুর উপজেলার উন্নতম যাদুকাটা বালু মহাল ৩১ কোটি ৪৬ লাখ টাকায় উন্মুক্ত দরপত্রে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেলেন সুনামগঞ্জের চার ব্যবসায়ী।
ব্যাসায়ীরা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, মেসার্স নিলম ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. সেলিম আহমদ, মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাজের স্বত্বাধিকারী আজাদ হোসেন এবং সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রতন মিয়া।
জানা যায়, সোমবার (২৮ ফেব্রয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উন্মুক্ত দরপত্রে ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ সময় যাদুকাটা-১ ও যাদুকাটা-২ ৩১ কোটি ৪৬ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে চারজন ব্যাবাসায়ী ইজারা পান।
মেসার্স নিলম ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. সেলিম আহমদ বলেন, গতবারও আমরা ইজারা পেয়েছিলাম এবং সরকারি সকল নীতিমালা অনুসরণ করে বালু উত্তোলন করেছি। ইজারা পাওয়ার ফলে একদিকে সরকার রাজস্ব পাবে অন্যদিকে শ্রমিকরাও উপকৃত হবে।
মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজাদ হোসেন বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা বালু মহাল ইজারা পেয়েছি। স্বাধীনতার পরে সরকার এ মহাল থেকে সর্বোচ্চ রাজস্ব পাচ্ছে। মহালটি ইজারা পাওয়ার ফলে শ্রমিকদের বেকারত্ব দূর হবে।
সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রতন মিয়া বলেন, সরকারি নিয়মনীতি মেনে আমরা চার ব্যবসায়ী যাদুকাটা বালু মহাল ইজারা পেয়েছি।
বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক বলেন, আমরা যাদুকাটা বালু মহাল সরকারি নীতিমালা মেনেই বালু উত্তোলন করছি। ইজারা পাওয়ার ফলে আমরা খুবই খুশি। একদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব পাবে অন্যদিকে শ্রমিকরাও পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
Development by: webnewsdesign.com