৩০ লাখ ইউরো খরচে বিশাল বনভূমি কিনলেন ইব্রাহিমোভিচ

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | ৩:১১ অপরাহ্ণ

৩০ লাখ ইউরো খরচে বিশাল বনভূমি কিনলেন ইব্রাহিমোভিচ
apps

৩০ লাখ ইউরো খরচ করে এক হাজার হেক্টরের একটি বনভূমি কিনেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এসি মিলানের এই ফরোয়ার্ড সুইডেন ও নরওয়ের সীমান্তঘেঁষা বনভূমিতে সময় পেলে ছুটে যাবেন নিজের শখ পূরণের জন্য। তার শখ মাছ ধরা ও শিকার করা।

৩৯ বছর বয়সী এ তারকা ফুটবলার বর্তমানে সুইডেনে রয়েছেন। চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার।মিলানের হয়ে আবার মাঠে নামার জন্য নিজেকে ফিট করে তুলতে দেশে এসেছেন তিনি। স্টকহোমে পরিবারের সঙ্গে আলস্যে-আনন্দে সময় কাটছে তার। এরই ফাঁকে বনভূমির মালিক হয়েছেন এই গোলপিপাসু ফরোয়ার্ড।

এর আগে তিনি সুইডেনে বেশ কয়েকটি জমি কিনেছেন। ছুটি কাটাতে সেসব স্থানে যান ইব্রা। মাছ ধরে ও শিকার করে সময় কাটে তার।

Development by: webnewsdesign.com