৩০ ধরে পুরাতন টায়ারে বিট কেটে সংসার চালায় শেরেগুল

রবিবার, ২৯ মে ২০২২ | ১:২১ অপরাহ্ণ

৩০ ধরে পুরাতন টায়ারে বিট কেটে সংসার চালায় শেরেগুল
apps
একটা প্রবাদ বাক্য আছে ” ইচ্ছা থাকলে উপায় হয় ” মানুষ এর জীবন চলার পথে সবার একটা লক্ষ্য থাকে। তাই মানুষ জীবিকার তাগিদে বেছে নেয় নানান পেশা বা কর্ম।  সেটি ছোট কিংবা বড় হউক! কারও পেশাকে ছোট করে দেখার কিছু নাই।জীবন চলার পথে থমকে না দাঁড়িয়ে বা পথভ্রষ্ট না হয়ে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মোটরসাইকেল এর চাকার পুরাতন টায়ারের বিট কেটে দিয়ে ৩০ বছর ধরে সংসার চালাচ্ছে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর শহরের (গোহাটি) এলাকার ইদ্রিস আলীর ছেলে শেরেগুল ইসলাম (৪৪)।
তিনি প্রতিদিন এই কাজের বিনিময়ে অর্জিত টাকা দিয়ে ছেলে-মেয়ের লেখা পড়ার খরচসহ সংসার চালিয়ে আসছে।তবে বিভিন্ন জায়গায় তার এ কাজের অনেক সুনাম রয়েছে। তাই দুর দরান্ত  থেকে মোটরসাইকেলের চালকরা তার স্বাক্ষাৎ বা মোবাইল ফোনে যোগাযোগ করে ডেকে নিয়ে পুরাতন টায়ারে বিট কেটে নেয় বলে জানান শেরেগুল ইসলাম। তার ভাগ্যে এখনও জোটেনি সরকারি কোন সহযোগিতা।
শনিবার (২৮ মে) জৈষ্ঠ এর পড়ন্ত বিকেলে হিলি বাজারের ইউসুফ আলীর ইলেকট্রনিকস এর দোকান এর সামনে দেখা যায়, হাতে মোটরসাইকেলের পুরাতন টায়ারে বিট কাটার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বসে আছে শেরেগুল ইসলাম।
কথা হয় শেরেগুল ইসলাম এর সাথে। প্রায় ৩০ বছর যাবৎ এই ব্যবসা করে আসছেন তিনি। সংসারে তার বাড়তি কোন আয় নেই, তেমন কোন আবাদি জমি নেই। শেরেগুল ইসলাম এর এক ছেলে এক মেয়ে। দুই ছেলে মেয়ের মধ্যে ছেলে বড় সে এবার এসএসসি পরীক্ষা দেবে আর মেয়ের বয়স বর্তমানে ১১ বছর। ছেলেকে অনেক কষ্ট ও আশা নিয়ে  পড়াশোনা করাচ্ছেন শেরেগুল। ভবিষ্যতে ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করবে এ আশায় বলে জানান তিনি।
প্রতিদিন সকাল হলেই বাড়ি থেকে বাহির হয়ে উত্তর দিকে দিনাজপুরের পার্বতীপুর ও দক্ষিণ দিকে জয়পুরহাট এর আক্কেলপুর থানা পর্যন্ত এই কাজ করেন তিনি। প্রতিদিন ৮০০ থেকে ১০০০ হাজার টাকা আয় হয় তার। আবার কোন কোন দিন ১২০০ থেকে ১৩০০ টাকা আয় হয় তার। এদিয়ে তার সংসার খুব ভালো ভাবেই চলে।
দিনাজপুরের হাকিমপুর, হিলি, বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়িতে তার এ কাজের যথেষ্ট কদর রয়েছে। রংপুর, গাইবান্ধা, পলাশবাড়ী ও বগুড়া থেকে অনেক মোটরসাইকেল আরোহী হিলিতে এসে তার সাথে সাক্ষাৎ হলে মোটরসাইকেলের পুরাতন টায়ারে বিট কেটে নেয়। যার ফলে এই এলাকায় শেরেগুল ইসলাম পরিচিত মুখ, তার কাজের সুনাম সবার মুখে মুখে।
হিলি বাজারে মোটরসাইকেলের পুরাতন টায়ারে বিট কেটে নিতে আসা মাদ্রাসা শিক্ষক আজিনুর রহমান বলেন, এই ভাই এর পুরাতন টায়ারে বিট কাটা খুব ভালো। একশ টাকা দিয়ে (একটা চাকার) পুরাতন টায়ারে বিট কেটে নিলে সর্বনিম্ন ৫-৬ মাস চলে যায়। তিনি বলেন, আজকে আমি সামনের চাকার পুরাতন টায়ারের বিট কেটে নিলাম একশ টাকা দিয়ে। অনেকে তার কাছ থেকে এই কাজ করে নেয়। তার এ কাজের অনেক সুনাম রয়েছে।
হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় গাইবান্ধা থেকে হিলিতে ঘুড়তে আসা মোটরসাইকেল এর আরহী নিজাম উদ্দিন বলেন, আমরা কয়েকজন বন্ধু, রংপুর, গাইবান্ধা ও পলাশবাড়ী থেকে হিলিতে ঘুড়তে এসেছি। হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এসে এই ভাইয়ের সাথে দেখা হলো। আমরা দুই জন দুইটা পুরাতন টায়ারে (দুইশত টাকা) বিট কেটে নিলাম। তার বিট কাটা খুব ভালো।
মোটরসাইকেলের পুরাতন টায়ারে বিট কেটে দেওয়া শেরেগুল ইসলাম বলেন, এই কাজ করে যা আয় হয় তা দিয়ে আমার সংসার খুব ভালো ভাবে চলে। ১২ বছর বয়স থেকে আমি এই কাজ করি। প্রায় ৩০ বছর ধরে দিনাজপুর জেলার হিলি, বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ি ও জয়পুরহাট জেলার পাঁচবিবি, জয়পুরহাট, ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর থানায় এই কাজ করে আসছি। এই কাজেই আমার হালগরু। ছেলে মেয়ের লেখাপড়া, খরচ ও সংসার চালায় এ কাজেই করে।  ছেলের একটা ভাল চাকরি হলে আমার আর কোন অভাব থাকবে না। আশায় আছি ছেলে একটা চাকরি পেলে আমি এ কাজ আর করবো না। অনেক পরিশ্রম করতে হয় এ কাজে।

Development by: webnewsdesign.com