২৬ বছরে কাউন্সিলর নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিলেন তিনি

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ৩:২১ অপরাহ্ণ

২৬ বছরে কাউন্সিলর নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিলেন তিনি
apps

মাত্র ২৬ বছর বয়সেই টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম রকি হায়দার। ১৩৩ বছরের প্রাচীন ও প্রথম শ্রেণির এ পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলর তিনি।

তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রকি।

নুরুল ইসলাম রকি হায়দার ১৬৪৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও দুইবারের কাউন্সিলর মোহাম্মদ আলী পান ১৫৯৩ ভোট। দুইবারের কাউন্সিলর আর বয়সে দ্বিগুণ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়েও ৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন রকি হায়দার। তরুণ এ প্রার্থীর বিজয়ে আনন্দিত সমর্থকরা।

জানা যায়, ১৮৮৭ সালের ১ জুলাই টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৫ সালে টাঙ্গাইল পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ এবং ১৯৮৯ সালে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার ভোটার সংখ্যা এক লাখ ২৪ হাজার ৪২৫ জন। এর মধ্যে ৬০ হাজার ৩৩৪ জন পুরুষ ও ৬৪ হাজার ৯১ জন নারী। টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩ জন মেয়র, ৩৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আর ৭৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত কাউন্সিলর রকি জানান, আমি এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি এলাকার জন্য আমার দেওয়া কথা অনুযায়ী কাজ করব। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে সব স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এ ছাড়া ওয়ার্ডের প্রতিটি মোড়ে মোড়ে ওয়াইফাই সংযোগ দেব, যার মাধ্যমে মানুষ তার জরুরি কাজগুলো সেরে নিতে পারবে বলেও জানান তিনি।

গত ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মো. নরুল ইসলাম রকি হায়দার সর্বকনিষ্ঠ কাউন্সিলর বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান। ২৫ বছর বয়স হলেই যে কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com