ইউক্রেনের একটি করভেট যুদ্ধাজাহাজ ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করা ছাড়াও ইউক্রেনের দুটো উড়োজাহাজ ধ্বংসের দাবি করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওডেসা বন্দরের নিকট তারা ইউক্রেনের করভেট যুদ্ধাজাহাজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করেছেন। এছাড়া আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দুটো এসইউ-২৪ বোমারু এবং কৃষ্ণ সাগরের স্নেক দ্বীপে একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে।
রাশিয়ার দাবি- সর্বশেষ ২৪ ঘণ্টায় তাদের বাহিনী ইউক্রেনের চারটি যুদ্ধজাহাজ ও চারটি হেলিকপ্টার এবং একটি অ্যাসাল্ট বোট ধ্বংস করেছেন।
রাশিয়া এসব দাবি করলেও ইউক্রেন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিএনএন
Development by: webnewsdesign.com