২২ বছরে প্রথম ৬৩৬ মিলিয়ন ডলার লোকসানের ঘোষণা দিলো বোয়িং

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

২২ বছরে প্রথম ৬৩৬ মিলিয়ন ডলার লোকসানের ঘোষণা দিলো বোয়িং
apps

গত বছর শেষ প্রান্তিকে বোয়িংএর আয় কমেছে ৩৭ শতাংশ। সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানের দুটি বড় দুর্ঘটনার পর লোকসানের দিকে কার্যত যাত্রা শুরু করে বোয়িং। গত বছর শেষ তিন মাসে মাত্র ১৭.৯১ বিলিয়ন ডলার আয় করে বোয়িং। অথচ তার আগের বছর একই সময়ে এ আয় ছিল ২৮.৩৪ বিলিয়ন ডলার।

 

 

১৯৯৭ সালের পর এই প্রথম বোয়িং লোকসানে পড়ার আগে ২০১৮ সালে লাভ করেছিল ১০.৪৬ বিলিয়ন ডলার। আর এখন ১০ বিলিয়ন ঋণের জন্যে বিভিন্ন ব্যাংকে ধর্ণা দিতে হচ্ছে বোয়িংকে। বুধবার বোয়িং’এর সিইও ডেভিড ক্যালহউন বলেছেন আমাদের যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা এবং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানকে কারিগরিভাবে ত্রুটিমুক্ত করাই প্রধান চ্যালেঞ্জ।

Development by: webnewsdesign.com