১৭৯ পুলিশ পরিদর্শককে বদলি করে প্রজ্ঞাপন জারি

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ১১:৩২ পূর্বাহ্ণ

১৭৯ পুলিশ পরিদর্শককে বদলি করে প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ-পুলিশ
apps

পদোন্নতিপ্রাপ্ত ১৭৯ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতরের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

গেল ১ অক্টোবর এই কর্মকর্তারা উপ-পরিদর্শক (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল মালেকসহ এই পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

Development by: webnewsdesign.com