পুলিশের এক কনস্টেবলকে সোমবার ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর নাম মুন্সী আজমীর হোসেন (৩৫)। তিনি চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। গতকাল মঙ্গলবার(১৬/১১/২০২১) তাঁর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আজমীর বাগেরহাটের চিতলমারীর কালীগাতি গ্রামের মুন্সি নুরুল ইসলামের ছেলে। কুমিল্লা পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ আজমীরকে সাময়িক বরখাস্ত করেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, বলিরহাট পুলিশ ফাঁড়ির কনস্টেবল আজমীর সোমবার ভোর ৬টা পর্যন্ত ডিউটিতে ছিলেন। পরের আট ঘণ্টা বিশ্রামে থাকার কথা। কিন্তু তিনি বিশ্রামের ফাঁকে বিনা ছুটিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি গিয়ে ধরা পড়েন। তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধারের তথ্য পাওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং একটি বিভাগীয় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, ইয়াবা মামলা চলবে কুমিল্লায় আর বিভাগীয় মামলা চলবে সিএমপিতে।
সূত্র জানায়, চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা শাহ আলমের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় অন্য একজনের কাছে হস্তান্তরের জন্য যাচ্ছিলেন আজমীর।
Development by: webnewsdesign.com