১০ কোটি টাকার টেন্ডার ড্রপ করলেন ‘মা-কোম্পানীর’ এমডি আলী হোসেন সরকার

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৭:০৫ অপরাহ্ণ

১০ কোটি টাকার টেন্ডার ড্রপ করলেন ‘মা-কোম্পানীর’ এমডি আলী হোসেন সরকার
মা-কোম্পানীর এমডি মো: আলী হোসেন সরকার
apps

সিলেট ফেঞ্চুগঞ্জ এর শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড এর বিলুপ্ত এনজিএফ এসএল এর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সকল স্ক্র্যাপ মালামাল এবং বিভিন্ন প্লান্টসহ দরপত্র তফসিল (বিক্রয়) এর উদ্দ্যেগে গত ০২/০৯/২০২০ইং তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

উক্ত তফসিলের পরিপ্রেক্ষিতে ১৪/১০/২০২০ইং তারিখে সকাল ১০ ঘটিকার সময় মা-কোম্পানীর এমডি মো: আলী হোসেন সরকার টেন্ডার ড্রপ করেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নেজারত শাখায় টেন্ডার ড্রপিং অনুষ্ঠিত হয়।

উক্ত টেন্ডার ড্রপিং অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটর বিভিন্ন কন্ট্রাক্টর এই টেন্ডার কার্যকলাপে অংশগ্রহন করেন। পরবর্তীতে বেলা ২ ঘটিকার সময় উক্ত নিলাম কার্যক্রম শুরু হয় ফেঞ্চুগঞ্জস্থ শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড এর প্রাঙ্গণে। এসময় একটি একটি করে দরপত্র খোলা হয়।

যাতে রাজ্জাক এন্টারপ্রাইজ ৩৫ লক্ষ টাকা, রিমি নির্মাণ সংস্থা ৭৮ কোটি ১৩ হাজার টাকা, নাবিল এন্টারপ্রাইজ ৪৬ কোটি টাকা, মেসার্স ফয়সল এন্ড কোম্পানী ৫১ কোটি ২০ লক্ষ টাকা, মা-কোম্পানী ১০ কোটি টাকা, মেসার্স আতাউল্লাহ ১০৩ কোটি ৭৫ হাজার টাকা, আলম ল্যান্ড ফাউন্ডেশন ৭০ কোটি ৭ লক্ষ ৭১ হাজার ৯০৩ টাকা নিলামে দর আহ্বান করেন।

উক্ত দরপত্রে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হলেন সিলেটের মেসার্স আতাউল্লাহ। যার দরপত্র ১০৩ কোটি ৭৫ হাজার টাকা সর্বোচ্চ দর এর মাধ্যমে নিলাম কার্যক্রম সম্পূর্ণ করা হয়।

Development by: webnewsdesign.com