‘হ্যাঁ অনেক হয়েছে। এবার বাড়ি ফিরে এসো’ : মেসির স্ত্রী 

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ | ১:৫৫ অপরাহ্ণ

‘হ্যাঁ অনেক হয়েছে। এবার বাড়ি ফিরে এসো’ : মেসির স্ত্রী 
apps

ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়ের পর গত রবিবার রাতে এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোল করেছেন লিওনেল মেসি। এ ম্যাচের পর মেসি কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে লেখেন,ফিনালিসিমা জিতেছি, এরপর আরও একটি দুর্দান্ত জয় পেয়েছি। আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হচ্ছে। ভক্ত-অনুসারীদের ধন্যবাদ। কয়েকদিন বিশ্রাম শেষে আমরা আবারও মাঠে ফিরবো সেই পোস্টের নিচেই মেসিকে বাড়ি ফিরতে বলেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

ফিনালিসিমা ম্যাচের পর এস্তোনিয়ার বিপক্ষে নামার আগে সন্তান ও স্ত্রী আন্তোলেনা রোকুজ্জোর সঙ্গে একটি ছবি আপলোড করে মেসি লিখেছিলেন, ‌আমি তোমাকে মিস করি রোকুজ্জো, আমি ওদেরকে (সন্তানদের) মিস করি। সেই ছবির মন্তব্যের ঘরে রোকুজ্জো লেখেন, আমরাও তোমাকে অনেক মিস করছি।

এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোল করার পর মেসি ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট করেন। সেখানেই তার স্ত্রী লিখেছেন, ‘হ্যাঁ অনেক হয়েছে। এবার বাড়ি ফিরে এসো। আমরা তোমাকে মিস করছি।

Development by: webnewsdesign.com