হেলমেটবিহীন মোটর সাইকেল ব্রাহ্মণবাড়িয়ায় চালানোর অভিযোগে ৯টি মামলায় নয়জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার প্রশান্ত বৈদ্য শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিভিন্ন বয়সী মানুষ হেলমেটবিহীন ঝুঁকিপূর্ণভাবে মোটর সাইকেল চালান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার প্রশান্ত বৈদ্য জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স, বৈধ কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে নয়জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, ড্রাইভিং লাইসেন্স, বৈধ কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারাবলে নয়জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Development by: webnewsdesign.com