হেরেও খুশি রিয়াল কোচ

সোমবার, ২৫ জুলাই ২০২২ | ১:১২ অপরাহ্ণ

হেরেও খুশি রিয়াল কোচ
apps

মৌসুমের আগে এক প্রীতি এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে রোববার (২৪ জুলাই) ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তবে এই হারকে আড় চোখে দেখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। উল্টো তিনি মনে করেন, গত মৌসুম থেকে আরও শক্তিশালী চলতি মৌসুমের রিয়াল।

রাফিনহার একমাত্র গোলে বার্সেলোনার কাছে প্রীতি ম্যাচে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। এমন হার যে কোনো কোচের কাছেই চিন্তার বিষয় হতে পারে। তবে রিয়াল কোচ এসব নিয়ে তত মাথা ঘামান না। বরং তার মতে গত মৌসুমের ডাবল জেতা রিয়ালের চেয়ে এবারের রিয়াল আরও শক্তিশালী।আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় গত বছর আমাদের যে স্কোয়াড ছিল, এবার তার চেয়েও ভালো স্কোয়াড আছে। অনুশীলনে লক্ষ করলে দেখা যাবে, সেখানে আগের চেয়ে অনেক তীব্রতা রয়েছে। আমি খেলায়াড়দের সবাইকেই খেলানোর চেষ্টা করেছি। কিছু তরুণ খেলোয়াড়কে আমি খেলাতে চেয়েছিলাম। সব মিলিয়ে শক্তিশালী একটি দলের বিপক্ষে এই পারফরম্যান্সে আমি খুশি।’

গত মৌসুমে সবশেষ দেখায় ৪-০ গোলে হেরে যাওয়ায় রিয়ালের একটা জবাব দেওয়ারও ব‍্যাপার ছিল। সেটা করতে পারেনি দল। তবে তাদের খেলায় হতাশ নন আনচেলত্তি।এদিকে করিম বেনজেমাকে ছাড়াই খেলতে নেমেছিল গত মৌসুমে লা লিগা ও চ‍্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা রিয়াল। তবে মঙ্গলবার (২৬ জুলাই) ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ফরাসি তারকার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আনচেলত্তি।রিয়াল কোচ বলেন, ‘ক্লাব আমেরিকার বিপক্ষে বেনজেমা ৪৫ মিনিট খেলবে এবং পরে য়্যুভেন্তাসের বিপক্ষে আরও বেশি সময় খেলবে।’ উয়েফা সুপার কাপে আগামী ১০ অগাস্ট আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

Development by: webnewsdesign.com