হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com