হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | ১১:১৪ পূর্বাহ্ণ

হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
apps

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়েরকৃত এক মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হকের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। আজ সোমবার তাকে আদালতে পাঠিয়ে এ রিমান্ড চাওয়া হবে।

রবিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

ওসি আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Development by: webnewsdesign.com