হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু

সোমবার, ৩০ মে ২০২২ | ১২:৩৭ অপরাহ্ণ

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু
apps

নয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পুরনো এলসির গম আমদানি শুরু হয়েছে।

রোববার (২৯ মে) বিকেল পাঁচটায় হিলি স্থলবন্দরে আমদানিকারক সাইরাম ইন্টারন্যাশনাল ও লিটন এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠানের ভারতীয় গমবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

এর আগে সবশেষ গেল ২০ মে গম আমদানি হয়। ভারতে গমের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে গমের বাজার স্থিতিশীল রাখতে বন্দর দিয়ে ভারত থেকে গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় রফতানি কারকরা। তারপর এ বন্দরে গম আমদানি বন্ধ ছিল।

হিলি স্থলবন্দরের আমদানিকারক ললিত কেশরা জানান, মূলত ১২ মে-র আগে এলসি করা গম রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে।

ভারতের অভ্যন্তরে গমের দাম বেড়ে যাওয়ায় সে দেশের সরকার গম রফতানি বন্ধ করে দেয়। তবে ভারত সরকার ১২ তারিখের আগের এলসির গম যাচাই-বাছাই শেষে আবারও রফতানি অনুমতি দেয়ায় গমের আমদানি পুনরায় শুরু হয়েছে। পর্যায়ক্রমে গমের আমদানি বাড়বে বলে জানান এ আমদানিকারক।

হিলি স্থলবন্দরে আরেক আমদানিকারক আমিরুল ইসলাম লিটন জানান, রবিবার বিকেলে আমাদের পুরনো এলসির গম বোঝাই দুইটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। ভারতের অভ্যন্তরে গমবোঝাই শত শত ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এ গমগুলো নতুন সময়মতো গমের ট্রাকগুলো আনলোড না করলে গমের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আমিন খান বলেন, গত ১২ তারিখের পর হিলি স্থলবন্দরে গম আমদানি হয়নি। তবে রবিবার বিকেলে ভারত থেকে গম বোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

এবিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, ভারত সরকার হঠাৎ করে গত ১২ মে গম রফতানি বন্ধ করে দেয়। গম রফতানি বন্ধ করলেও আগের করা এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা ছিলো।

তিনি আরও জানান, সেই জটিলতা কাটিয়ে ৯দিন পর রবিবার বিকেল থেকে বন্দরে গম আমদানি শুরু হয়েছে। তাতে ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি ফিরেছে। নতুন এলসিতে গম আমদানির জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com