হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | ২:২৫ অপরাহ্ণ

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ
apps

ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।

তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন উপলক্ষে আজ সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে কোনো প্রকার পণ্যবাহী ট্রাক বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে নাই।

সাধারন সম্পাদক আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারত থেকে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি বন্দরের বে-সরকারি পানামা পোর্ট লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, বিধানসভার নির্বাচন উপলক্ষে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ থাকলেও, বন্দরে অভ্যন্তরীণ লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৬

Development by: webnewsdesign.com