দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর মরদেহ চার দিনের পর ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সোমবার বিকাল সাড়ে ৫ টায় হিলি চেকপোস্ট দিয়ে তার লাশ হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ,স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান,গত ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় হিলি সীমান্তের ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশ দিয়ে ভুলবশত ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু।
এসময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবু। আজ বিকাল সাড়ে ৫ টায় ভারতীয় পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তর করলে আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করি। নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের এক মাত্র ছেলে।
Development by: webnewsdesign.com