দিনাজপুরের হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার পিচ গুলি ও পিস্তল রাখার দুটি স্ট্যান্ড জব্দ করেছে বিজিবি।
আজ শনিবার বিকেলে সীমান্তের হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া নামক এলাকার বিজিবি চেকপোস্ট থেকে এসব জব্দ করা হয়।এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জয়পুরহাট ২০-বিজিবি অধিনায়ক লে.কর্ণেল ফেরদৌস হাসান টিটু জানান,বিজিবি নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে আজ শনিবার বিকেলে হিলি-বিরামপুর সড়কে লোহাচড়া চেকপোস্ট এলাকায় একটি অটো (সিএনজি ) থামিয়ে তল্লাশী চালিয়ে চালকের ছিটের নিচে অভিনব কায়দায় রাখা এয়ার রাইফেলের ৪০ হাজার পিচ গুলি ও দুটি স্যান্ড জব্দ করেছে কর্তব্যরত বিজিবি সদস্যরা। এসময় চালক পালিয়ে গেলেও অটোটি জব্দ করে ক্যাম্পে আনা হয়।যার আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৬০ হাজার টাকা।
Development by: webnewsdesign.com