দিনাজপুরের হিলি থেকে মুদি দোকানিকে অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপণের দাবি করার অভিযোগে গোবিন্দগঞ্জ থেকে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ঃ৩০ মিনিটে হাকিমপুর থানা পুলিশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বাগডা ইউনিয়নের কাটাগাড়ী নামক গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ও অপহৃত দোকানিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ থানার বড়চাপর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (৩০), একই এলাকার হবিবর রহমানের ছেলে ইসমাইল(৩৫) জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার বিদ্দিগ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৩৫) এবং তার স্ত্রী নাজমিন বেগম (৩০)।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, উপজেলার রাউতারা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০) পেশায় মুদি দোকানদার। বুধবার সন্ধ্যায় অপহরণকারীরা হিলি থেকে তাকে অপহরণ করে নিয়ে অজ্ঞাতস্থানে আটকে রেখে অপহৃত ব্যক্তির মোবাইল ফোন থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃত ব্যক্তির ছেলে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এর একটি বিশেষ টিম আজ বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীসহ চার জনকে আটক করে। এসময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। আটক কৃত আসামিদের বিরুদ্ধে হাকিমপুর থানা মামলা দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com