দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে চার মাদকসেবীকে ১ মাস ও ২১দিন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, রায়হানুজ্জামান,ফরিদুজ্জামান,মোস্তাহিদ বিল্লাহ, জুয়েল, তাদের সকলের বাড়ি রংপুর ও হিলিতে।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল রবিবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদকসেবনের দায়ে ৪ মাদকসেবীকে আটক করা হয়। পরে রাতেই ভ্রাম্যমান আদালতের নিকট উপস্থাপন করা হলে আদালত তাদের কারাদন্ড প্রদান করেন। পরে সোমবার সকালে তাদেরকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com