হিলিতে রেলওয়ে একতা ক্লাবের উদ্দ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | ৪:৩১ অপরাহ্ণ

হিলিতে রেলওয়ে একতা ক্লাবের উদ্দ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
apps

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে রেলওয়ে একতা ক্লাবের উদ্দ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার(১২ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭ টায় রেলওয়ে একতা ক্লাবের আয়োজনে ক্লাব চত্বরে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন।

নক আউট এর মধ্য দিয়ে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে । এতে মোট ১৬ টি টিম অংশ গ্রহণ করবে । এদিকে রবিবারে উদ্বোধনের দিনে ৬টি দল ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর সভাপতি আতাউর রহমান কাজল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, কার্যনিবাহী সদস্য কুদ্দুস আলী খান, একতা ক্লাবের সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারন সম্পাদ আরমান আলী প্রধান, ও হিলি বাজার ব্যবসায়ীসহ অনেকে।

Development by: webnewsdesign.com