“মুজিব র্বষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ২০২০-২০২১ অর্থবছরে রবি ফসলের আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলার কৃষকদের নিয়ে রবি ফসলের আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল রাফিউল আলম।
এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা নাজনিন সুলতানা, মৎস্য কর্মকর্তা মোছাঃ উম্মে সিদ্দিকা, উপজলো কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com