হিলিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে র‌্যালী ও কর্মশালা

রবিবার, ২৬ জুন ২০২২ | ৮:৪৮ অপরাহ্ণ

হিলিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে র‌্যালী ও কর্মশালা
apps

দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ৩ টায় হাকিমপুর প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পুলিশ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষিকা, স্হানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে র‌্যালী ও কর্মশালা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ রতন কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিধি ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

এসময় আরও বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর ইসলাম শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা ডাঃ মমতাজ সুলতানা, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আবু সুফিয়ান, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, হাকিমপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসআই বেলাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার লিয়াকত আলী।

Development by: webnewsdesign.com