চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে দিনাজপুরের হাকিমপুর, হিলিতে একজন ভুয়া ডাক্তারহ স্বাস্থ্যবিধি না মানা, সরকারি বিধিনিষেধ অমান্য করাসহ নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখার অপরাধে ১০ জনের ষোল হাজার (১৬০০০) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৬ জুলাই) হাকিমপুর (হিলি) বাজারসহ উপজেলার ছাতনী, হরিহরপুর বাজার এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেছেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, সীমান্ত ঘেঁষা হাকিমপুর, হিলিতে দিন দিন করোনা সংক্রামনের হার বৃদ্ধি পাচ্ছে। তাই সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হওয়াসহ স্বাস্থ্য বিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও চলমান কঠোর লকডাউন এর শুরু থেকে করোনার সংক্রামন রোধে সরকারি নির্দেশনা মানা, স্বাস্থ্য বিধি নিশ্চিত ও মাস্ক ব্যবহারে বাধ্য করাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও মামলা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, চলমান কঠোর লকডাউন এর ষষ্ঠ দিনে অভিযান চলাকালীন সময়ে হিলি বাজারসহ উপজেলার ছাতনী চৌমহনী ও হরিহরপুর এলাকায় সরকার ঘোষিত বিধিনিষেধ না মানা, নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানায় ০৬ টি মামলায় ০৯ জনকে ছয় হাজার টাকা জরিমাা এবং উপজেলার হরিহরপুর বাজারে ” হরিহরপুর স্বাস্থ্য সেবা কেন্দ্র” এর সত্বাধীকারী ডাঃ মোঃ দুলাল হোসেনকে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কাজে নিয়োজিত থাকার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংক্রামন রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Development by: webnewsdesign.com