দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের শুরু হয়েছে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প। এলাকার অসহায় ও দুস্থ্যদের দেওয়া হয়েছে বিনামূল্যে চোখের চিকিৎসা।
বৃহস্পতিবার(২৫ নভেম্বর) সকাল থেকে উপজেলা বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে, ওয়াকফ এস্টেট-এর উদ্যোগে এবং দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এলাকার অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসার পাশাপশি বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে।
এছাড়াও চোখে ছানি পড়া রোগী নির্ণয় করে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের বিনামূল্যে চোখে ছানি অপারেশন করা হবে।
দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল চিকিৎসক হামিদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক দল এই সেবা দিচ্ছেন।
আয়োজক কারি বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাসেল খান বলেন, এলাকার ৭০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। এছারা অসহায় ও দুস্থ্যদের মাঝে একটি করে কম্বল দেয়া হবে।
Development by: webnewsdesign.com