হিলিতে ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৪:২১ অপরাহ্ণ

হিলিতে ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার
apps

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) থানাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এরই অংশ হিসাবে শনিবার (১৬ জানুয়ারি) সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ মিন্টু মন্ডল(৪২)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই বেলাল ও সঙ্গীয় ফোর্সসহ হাকিমপুর পৌরসভাধীন পালপাড়া গ্রামস্থ ১১ আনসার ব্যাটেলিয়ানের সামনে পাকা রাস্তার উপর দেহ তল্লাশি করে ১৯ বোতল ফেন্সিডিলসহ মিন্টু মন্ডলকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন,হিলি পৌর শহরের ধরন্দা এলাকার ফারুক মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (৪২)। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব‍্য আইনে মামলা রুজু প্রকিয়াধীন।

Development by: webnewsdesign.com