হিলিতে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ২:৪২ অপরাহ্ণ

হিলিতে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক
apps

বর্তমান করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ চলছে সারাদেশে। কিন্তু থেমে নেই হিলি সীমান্তে মাদক ব্যবসায়ীদের মাদক চোরাচালানের ব্যবসা। দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) থানাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

এরই অংশ হিসাবে গতকাল রাত্রি ৯ টায় হাকিমপুর, হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৪ বোতল ফেন্সিডিল ও ৪৭টি খালি ফেন্সিডিল বোতল সহ জসিম উদ্দিন ও মালা বেগম (স্বামী-স্ত্রী) দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মধ‍্যবাসুদেবপুর এলাকার মঞ্জু মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী মালা ও জসিমকে ৬৪ বোতল ফেন্সিডিল ও ৪৭টি খালি ফেন্সিডিলের বোতলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হিলি পৌর শহরের মধ্যবাসুদেবপুর এলকার ভুট্টু মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৮) ও তার স্ত্রী মালা বেগম (২৫)।

আটককৃত দম্পতির বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব‍্য আইনে মামলা দায়ের পূর্বক আজ রোববার(২৯নভেম্বর) তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

Development by: webnewsdesign.com