হিলিতে প্রাক্তন কৃতি ফুটবল খেলোড়ারদের নিয়ে মতবিনিময়ে পৌর মেয়র

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | ২:০৩ অপরাহ্ণ

হিলিতে প্রাক্তন কৃতি ফুটবল খেলোড়ারদের নিয়ে মতবিনিময়ে পৌর মেয়র
apps

এক সময় হাকিমপুরের মাঠ কাঁপিয়ে তুলেছিলেন হিলির কৃতি ফুটবলাররা। আর এসব প্রাক্তন কৃতি ফুটবল খেলোড়াদের নিয়ে মতবিনিময় করেছেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পৌরসভার কার্যালয়ে তাদের সাথে এই মতবিনিময় করেন তিনি।পরে প্রাক্তন কৃতি ফুটবল খেলোড়াদের মাঝে বিভিন্ন উপহার বিতরণ করে। বিতরণ শেষে নৈশভোজের আয়োজন করেন পৌর মেয়র।

এসময় প্রাক্তন খেলোড়ার সোহরাব হোসেন প্রতাব মল্লিক,কাহের আলী,করিমুল্লা মন্সি,এনামুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।সেলিম রেজা জিন্নাহ ১৯৯২ সালে বাংলাদেশের উল্লেখযোগ্য ক্লাব বাদ্রার্স ইউনিয়নের রক্ষণ ভাগের নিয়মিত খেলোয়াড় ছিলেন।

হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান,এই প্রাক্তন খেলোয়াড়রা এক সময় হাকিমপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। তাদেরকে পৌরসভায় একত্র করতে পেরে এবং কৃতি ব্যক্তিদের আপ্যায়ন ও তাদেরকে কিছু উপহার সামগ্রী দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

Development by: webnewsdesign.com