হিলিতে প্রথম করোনা টিকা নিলেন সোহরাফ হোসেন

রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ

হিলিতে প্রথম করোনা টিকা নিলেন সোহরাফ হোসেন
apps

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর উর রশীদ হারুন।

রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, টিকা নিতে ইতোমধ্যে সাড়ে ৩শ জন নিবন্ধন করেছেন। টিকার কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । প্রথম ধাপে ৩ হাজার টিকা প্রদান করা হবে। আজকে প্রথম টিকা নিলেন পানামা হিলি পোর্ঠ লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক প্রতাব।

Development by: webnewsdesign.com