হিলিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ | ৬:২৯ অপরাহ্ণ

হিলিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
apps

দিনাজপুরের হিলিতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাঁশমুড়ি গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে মরিয়ম (৪) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিরব (৩)।

আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার আর্জিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু খালাতো ভাই বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম ও নিরব দুই জন খালাতো ভাই বোন। আজ দুপুরে বাড়ির পাশে পুকুরের ঘাটে খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। তবে বাড়ির লোকজন বিষয়টি টের পায়নি।

কিছুক্ষণ পর দুই শিশু কে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর পারে গিয়ে শিশু দুইকে পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা শিশু দুটিকে মৃত উদ্ধার করা হয়।

Development by: webnewsdesign.com