হিলিতে জেঁকে বসেছে শীত হেড জ্বালিয়ে চলছে গাড়ী

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ৬:১১ অপরাহ্ণ

হিলিতে জেঁকে বসেছে শীত হেড জ্বালিয়ে চলছে গাড়ী
apps

দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে আগেভাগেই জেঁকে বসেছে শীত। সাথে বইছে ঠান্ডা বাতাস। সেই সঙ্গে দিনের বেলাও ঝরছে ঘন কুয়াশা। এ কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। বেলা ১১ টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। অপরদিকে শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাড়ছে শীতজনিত নানা রোগ। এরই মধ্যে হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে হাকিমপুর কৃষি আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৪ নভেম্বর) সকালে হিলির বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। তীব্র ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে জড়োসড়ো হয়ে চলাচল করছেন পথচারীরা।

এদিকে হিলি থেকে জয়পুরহাট, ঘোড়াঘাট ও দিনাজপুর সড়কে চলাচলরত বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা ও ঢাকাগামী সব গণপরিবহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশা আর শীতের প্রভাবে গাড়িগুলো ধীরগতিতে চলছে।

ভোর থেকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় হিলিতে সূর্যের মুখ দেখা যায়নি। হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন যানবাহনের চালকসহ যাত্রীরা।

জয়পুরহাট থেকে আসা সিএনজি চালক তোফাজ্জল হোসেন বলেন, কুয়াশা এবং শীত দুটি অনেক বেশি। কুয়াশার কারণে গাড়ি নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছে। খুব ভয়ে ভয়ে গাড়ি চালিয়ে আসলাম।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকচালক ফিরোজ কবির বলেন, রাস্তায় তেমন কোনো কুয়াশা দেখিনি। হিলির কাছাকাছি আসার পর শীত আর ঘন কুয়াশার কবলে পড়েছি। অনেক সময় হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। কুয়াশার কারণে সামান্য দূরে কি আছে তা দেখতেই হিমিশিম খেতে হচ্ছে।

হাকিমপুর উপজেলার কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, বুধবার সকালে কৃষি আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৯ টায় হিলিতে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রী সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা আছে।

Development by: webnewsdesign.com